একসঙ্গে তুরস্ক সফর শুরু করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দুই মন্ত্রী। বুধবার (১৩ আগস্ট) পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসাদ আল শিবানি, প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুরহাফ আবু কাসরা আঙ্কারা পৌঁছেছেন। তাদের সঙ্গে রয়েছেন গোয়েন্দা প্রধান হুসেইন সালামেহ।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সিরিয়া সফরের এক সপ্তাহ পরই দুই সিরীয় মন্ত্রী তুরস্ক সফরে গেলেন। এই সফরে তারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদন মতে, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের অগ্রগতি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ সম্প্রসারণের উপায় অনুসন্ধানের উপর আলোচনা হবে।
গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ায় সাবেক আল কায়েদা নেতা আহমেদ আল শারার ওরফে আবু মোহাম্মদ জোলানির নেতৃত্বে যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত তাকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক।
সাম্প্রতিক সময়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুওয়াইদা প্রদেশে বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে ইসরাইলের সামরিক হস্তক্ষেপ নিয়েও আঙ্কারা কড়া সমালোচনা করেছে।
গত মাসে সিরিয়ার পক্ষ থেকে তুরস্কের কাছে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য সমর্থন চাওয়া হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে তুরস্কও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়ার লড়াইয়ে সহায়তা করতে এবং প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে প্রতিশ্রুতি দেয়।
এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে সিরিয়া সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন সরকারের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এমকে/টিএ