ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি,মুখ খুলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের ভারতে পারমাণবিক হামলার হুমকির পর ওয়াশিংটন বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

ট্যামি বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ। গত দুই মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রোববার পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয়, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হব।’’

পাকিস্তানের সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের এই হুমকিকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে প্রথম হিসেবে মনে করা হচ্ছে। এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের পর শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছেন। তিনি বলেন, সম্ভাব্য বড় বিপর্যয় ঠেকাতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। এটি ‘ওয়াশিংটনের জন্য গর্বের মুহূর্ত’।

তিনি বলেন, আমরা পাকিস্তান ও ভারতের সঙ্গে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যেখানে একটি সংঘাত আরও বড় বিপর্যয়ে পরিণত হতে পারত। সেই সময় ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি সমাধানে এগিয়ে আসেন।

ট্যামি বলেন, ‘‘আমরা টেলিফোনে কল ও বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে আক্রমণ ঠেকানোর চেষ্টা করেছি এবং উভয়পক্ষকে একত্রিত করে টেকসই সমাধানের পথ তৈরি করেছি। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত যে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।’’

ট্রাম্পের সঙ্গে অসীম মুনিরের সাম্প্রতিক বৈঠকের পর যুক্তরাষ্ট্র পাকিস্তানে আরও সাহায্য কিংবা অস্ত্র বিক্রি বাড়াবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয় দেশের সঙ্গে অপরিবর্তিত রয়েছে। ভালো আছে। মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা ও সন্ত্রাসবিরোধী সংলাপের কথাও উল্লেখ করেন। মঙ্গলবার ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের এই সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। ট্যামি ব্রুস বলেন, ‘‘সর্বশেষ দ্বিপাক্ষিক আলোচনায় সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। একই সঙ্গে সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছে।’’

তিনি বলেন, উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করাটা ওই অঞ্চল ও বিশ্বের জন্য সুসংবাদ এবং এটি ভবিষ্যতের জন্য কল্যাণজনক হবে।

ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গাজাবাসীর মানবিক সহায়তায় অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো দিচ্ছে আয়ারল্যান্ড Oct 14, 2025
img
বাংলাদেশের সঙ্গে মার্কিনিদের ব্যবসার পরিসর বাড়বে : অর্থ উপদেষ্টা Oct 14, 2025
দুর্নীতি দমন কমিশন নিয়ে যা বললেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান Oct 14, 2025
কাল শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচি! Oct 14, 2025
আধুনিক বিজ্ঞানে মুসলিমদের অসাধারণ অবদান! Oct 14, 2025
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা Oct 14, 2025
প্রজেকশন মিটিংয়ে শিবিরের খাবার , যা বলছে ছাত্রদল প্যানেল Oct 14, 2025
জব্দ নয়,খাবার ফিরিয়ে দেওয়া হয়েছে: প্রধান নির্বাচন কমিশন Oct 14, 2025
দ্বিতীয় বিয়ে নিয়ে সরাসরি মন্তব্য করলেন মালাইকা Oct 14, 2025
img
দিল্লি টেস্টে রেকর্ড জাদেজার Oct 14, 2025
img
এনসিপি শুধু আসনের রাজনীতির জন্য কারো সঙ্গে জোট করবে না : সারজিস আলম Oct 14, 2025
img
আহান পান্ডে ও অনীত পড্ডাকে ঘিরে প্রেমের গুঞ্জন Oct 14, 2025
এমবাপে প্রকাশ করলেন রোনালদোর প্রতি অনুরাগ Oct 14, 2025
img
সেফ এক্সিট কারা চাইছেন, তালিকা প্রকাশ করবে এনসিপি Oct 14, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার Oct 14, 2025
img
রাতে হঠাৎ মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার Oct 14, 2025
img
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৮ নভেম্বর Oct 14, 2025
img
জেন-জি বিক্ষোভের মুখে হেলিকপ্টারে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট Oct 14, 2025
img
মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব দ্য নাইল’ পেলেন ট্রাম্প Oct 14, 2025
img
নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন কার্লো আনচেলত্তি Oct 14, 2025