সিপিএল প্রত্যাবর্তনে ব্যাট-বলে নীরব সাকিব

দুই মৌসুম পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন সাকিব আল হাসান। ফেরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। বল হাতেও পাননি সাফল্য। সাকিবের এমন পারফরম্যান্সের দিনে ৬ উইকেটে হেরেছে তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। এতে ২০২১ সালের ফাইনালের পর এই প্রথম ঘরের মাঠে জিতল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ১৭.১ ওভারে ১২১ রানে অল আউট হয় বারবুদা। জবাবে ১৫ ওভারে মাত্র চার উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় প্যাট্রিয়টস।

রান তাড়া করতে নেমে এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে ভালো শুরু পায় সেন্ট কিটস। ইমাদ ওয়াসিম প্রথম ওভারে মাত্র ৩ রান দিলেও পরের দুই ওভারে জেইডেন সিলস ও মোহাম্মদ গাজানফার দেন ৩০ রান। পরের ওভারে সেন্ট কিটসের উদ্বোধনী জুটি ভাঙেন ওবেদ ম্যাককয়। বাঁহাতি পেসারের স্লোয়ারে মিড অনে সাকিবের হাতে ক্যাচ দেন ১৩ বলে ২৫ রান করা লুইস।

তিনে নেমে ভালো শুরু পান কাইল মেয়ার্সও। যদিও তাকে বেশিক্ষণ টিকতে দেননি রাহকিম কর্নওয়াল। পাওয়ার প্লে শেষেই মেয়ার্সকে ফেরান তিনি। ডানহাতি অফ স্পিনারের ভেতরে ঢোকা ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৮ বলে ১৫ রান করে। রানের খাতা খোলার আগে একই ওভারে রাইলি রুশোকেও ফিরিয়েছেন তিনি।

আক্রমণাত্বক ব্যাটিংয়ের আভাস পাওয়া গেলেও সময়ের সঙ্গে সঙ্গে দেখেশুনে খেলতে থাকেন ফ্লেচার। ইনিংসের দশম ওভারে এসে তাকে আউট করেন গাজানফার। স্কুপ করতে গিয়ে ২৬ বলে ১৯ রান করে এই ব্যাটার বোল্ড হন। অ্যাথানাজে ও হোল্ডার মিলে বাকি সময় অবিচ্ছিন্ন থেকে সেন্ট কিটসের জয় নিশ্চিত করেন। অ্যাথানাজে ৩৭ ও হোল্ডার ১৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যান্টিগার শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন জোয়েল অ্যান্ডু। রানের খাতা খোলার আগেই মেয়ার্সের ফুলার লেংথ ডেলিভারি অন সাইডের উপর দিয়ে খেলার চেষ্টায় গুলির হাতে ক্যাচ দেন তিনি। একটু পর আউট হন আরেক ওপেনার কর্নওয়ালও। ৬ বলে ৩ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ওপেনার।

একপ্রান্ত আগলে রেখে অ্যান্টিগার রান বাড়িয়েছেন কারিমা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন তিনি। ফারুকির স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরার আগে ৮ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন কারিমা। দলের আর কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি।

ছয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিবও। শুরুতে দেখেশুনে খেললেও রান তোলার চেষ্টায় সালামখিলকে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরার আগে ১৬ বলে ১১ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। বল হাতে এক ওভার হাত ঘুরিয়ে ৬ রান খরচ করলেও উইকেট পাননি তিনি।

সংক্ষিপ্ত স্কোর:
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স- ১২১/১০ (১৭.১ ওভার) (কারিমা ৬১, ফ্যাবিয়ান ১২, সাকিব ১১, ইমাদ ১১; সালামখিল ৪/২২)
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস- ১২৫/৪ (১৫ ওভার) (লুইস ২৫, ফ্লেচার ১৯, মেয়ার্স ১৫, অ্যাথানাজে ৩৭*, হোল্ডার ১৮*; কর্নওয়াল ২/১৯)

এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রস্তুতির পালা শেষ, অ্যাশেজে আক্ষেপ ঘোচাতে চান জো রুট Aug 15, 2025
img
কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ Aug 15, 2025
পিতা মাতার জন্য যেভাবে দোয়া করবেন | ইসলামিক টিপ Aug 15, 2025
img
প্রেস সচিব আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি: ওসি ক্যশৈন্যু মারমা Aug 15, 2025
img
ডিএসইর বাজার মূলধন হারাল ৩৩৯৬ কোটি টাকা Aug 15, 2025
img
ক্যামেরার সামনে রোহিতের প্রশংসা করতে বাধ্য হয়েছি: ইরফান পাঠান Aug 15, 2025
img
আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক আজ Aug 15, 2025
img
উপদেষ্টা আসিফ অন্যদের নিজের চরিত্র হননের সুযোগ দিয়েছেন : আব্দুন নূর তুষার Aug 15, 2025
img
শোকস্তব্ধ রুক্মিণী, ফিরলেন কলকাতায় Aug 15, 2025
img
‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’ Aug 15, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Aug 15, 2025
img
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শিক্ষক-কর্মচারীদের যাতায়াতে কড়াকড়ি Aug 15, 2025
img
বাজারে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি Aug 15, 2025
img
অরিজিৎ সিং-এর দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, বিপাকে গায়ক Aug 15, 2025
বাণিজ্য ঘাটতি মেটাতে চায় ভারত – যুক্তরাষ্ট্র, চলছে নতুন পরিকল্পনা Aug 15, 2025
img
ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী Aug 15, 2025
img
আর্থিক জটিলতায় আটকে সাইমন টোফেলের বিসিবি চুক্তি Aug 15, 2025
img
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Aug 15, 2025
img
মায়ের জন্মদিনে নিয়ম ভাঙলেন না জাহ্নবী কাপুর Aug 15, 2025
img
ভারতীয় ছয় যুদ্ধবিমান ভূপাতিতের নায়করা পেলেন বীরত্ব পদক Aug 15, 2025