ভারতের ওয়ানডে ক্রিকেট দলে এখনো বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। ২০২৭ বিশ্বকাপে শুভমান গিলদের মতো তরুণ ক্রিকেটারদের পাশপাশি বিরাট-রোহিতের অভিজ্ঞতা দলকে আরো শক্তিশালী করবে বলে মত তার।
গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটকে বিদায় জানান ভারতের দুই গ্রেট ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। আর চলতি বছর মে মাসে সবাইকে অবাক করে হঠাৎ টেস্ট ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টানেন তারা। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় নিলেও এখনও ৫০ ওভারের সীমিত ওভারের খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট ও রোহিত।
ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়কের দায়িত্ব এখনও রোহিত শর্মার কাঁধে। তবে কতদিন রোহিত অধিনায়ক থাকবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ওয়ানডেতে বিরাট কোহলির ভবিষ্যত নিয়েও ধোঁয়াশা রয়েছে। কারণ টিম ইন্ডিয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে দল সাজাতে চায়।
সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার মতটা ভিন্ন। তার মতে, এখনও রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রয়োজন আছে। ভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাতকারে এমন মন্তব্য করেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।
রায়না বলেন, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের সম্পৃক্ততা জরুরি। শুভমান গিল এখন ভালো করছে। তবে তার পাশে কোহলি-রোহিতের মতো ক্রিকেটারের প্রয়োজন আছে। কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তারা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে। বিরাট তো গত আইপিএলও জিতেছে। ক্যারিয়ারজুড়ে তারা বিচক্ষণ নেতৃত্বের ছাপ রেখেছে। সেজন্য তাদের ড্রেসিং রুমে দরকার।’
এমআর/টিকে