এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট (এমআইএলসি)-এ নাম লিখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মৌসুমে আটলান্টা ফায়ারের হয়ে মাঠে নামবেন এই তারকা ক্রিকেটার।
ফ্র্যাঞ্চাইজিটি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,‘বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন, এজন্য আমরা উচ্ছ্বসিত।। ব্যাট ও বল- দুটোতেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। সাকিব তার অনন্য অভিজ্ঞতা, দক্ষতা এবং তারকাখ্যাতি দিয়ে ফায়ারের লাইনআপকে সমৃদ্ধ করবেন। আটলান্টায় তার জাদু দেখার জন্য প্রস্তুত থাকুন!’
টি-টোয়েন্টি ফরম্যাটের মাইনর লিগে বাংলাদেশি হিসেবে অবশ্য সাকিবই প্রথম না, সাকিবের আগে বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন ২০২২ সালে আটলান্টা ফায়ারের হয়েই এই টুর্নামেন্ট খেলেছিলেন।
বর্তমানে সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ)-এ খেলছেন সাকিব, যেখানে তিনি অ্যান্টিগা অ্যান্ড বার্বাডোজ ফ্যালকনসের হয়ে খেলছেন। তবে, প্রথম ম্যাচে ব্যাট ও বলে ব্যর্থ হন তিনি। সিপিএল শেষ হওয়ার পর সাকিব যুক্তরাষ্ট্রে গিয়ে আটলান্টা ফায়ারে যোগ দেবেন।
মাইনর লিগ ক্রিকেট মূলত মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) বাছাইপর্ব হিসেবে কাজ করে। ২০২৫ মাইনর লিগ মৌসুম ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা এমএলসি মৌসুম শেষ হওয়ার পরপরই।
টুর্নামেন্টে ২৬টি দল আটলান্টিক ও প্যাসিফিক কনফারেন্সে ভাগ করা হয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে স্থানীয় ক্রিকেটাররাও নিজেদের প্রমাণের সুযোগ পেয়ে থাকেন।
কেএন/টিএ