মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ৩৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর কাছে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

আনুষ্ঠানিক পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ১১ বিএসএফ গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল।

কাজিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন জানান, হস্তান্তর করা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ভিন্ন ভিন্ন সময়ে গরু রাখাল, শ্রমিক কিংবা পরিবারের কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অনেকে সেখানে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হওয়ার পর আদালতের আনুষ্ঠানিকতা শেষে তাদের সীমান্তে এনে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয়।

হস্তান্তরকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার পিরুশ গ্রামের মৃত কেতিয়া রাম অধিকারী ছেলে বিমল অধিকারী (৭২), বিমল অধিকারীর স্ত্রী মালতি রানী অধিকারী (৬২), প্রধান অধিকারী স্ত্রী বর্ণা অধিকারী(৩৭), তার মেয়ে রিয়া অধিকারী (৪), রানীশংকৈল উপজেলার কাতিহার মন্টু হকের মেয়ে দুলারী খাতুন (৫২), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মুজুরদিয়া বোয়ালমারী গ্রামের আজিত ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৪২), মাদারীপুরের শিবচর উপজেলার নিয়ামত কান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৩৫), তার স্ত্রী হাসিদা বেগম (২৯), তার ছেলে ইব্রাহিম হোসেন (০৫), খুলনার কয়রা উপজেলার বাঘা গ্রামের অরবিন্দ সানার ছেলে তরুণ সানা (৩৬), তার স্ত্রী প্রভাতী সানা (৩১), দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের মিথুন মিয়ার মেয়ে রুমা আক্তার (২৪), একই এলাকার ইরফান আলীর স্ত্রী সাবিনা শেখ (৩২), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেলতলা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে জয়নাল হক (২৯), একই এলাকার আব্দুস সালামের ছেলে গোলাম মোস্তফা জিয়া (২৯), চরদিয়ার মানিকচর পশ্চিমপাড়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মো. রুবেল (৩৩), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লুটারুপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নেসবাউল (২৬) ও একই উপজেলার গাইনপাড়া গ্রামের আনিস উদ্দিনের ছেলে পারভেজ মোশারফ (৩৭)।

এছাড়াও যশোরের শার্শা উপজেলার লক্ষ্মীমানপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী শেফালী ফরিদা খান (৪৩), রংপুরের পীরগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত মশাররফ হোসেনের ছেলে লিটন মিয়া (৩৭), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধবু গ্রামের মৃত সুফিয়ান হোসেনের ছেলে সৈয়দ আলী(৩৮), পাটগ্রাম উপজেলার থানাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান আলী সাদ্দাম (২৭), রাজবাড়ীর পাংশা উপজেলার কালীমোহর গ্রামের মৃত মৃত মান্তুম ছেলে আরজু আহমেদ (৫১), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বাগেরহাট গ্রামের ফরকান বাদশার ছেলে ইমরান (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল গফ শেখ এর ছেলে আসাদুল শেখ (১৮), একই উপজেলার হারিশপুর গ্রামের সোলাইমান শেখের ছেলে ইমদাদুল শেখ (৫০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাঘান্দাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মোয়েন আলী(৩৬) একই উপজেলার আতাহারি গ্রামের নুরুল হুদা ছেলে খাইরুল ইসলাম বাবু (৪০), একই উপজেলার শ্রীমান্তপুর গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে মনিরুল ইসলাম (২৯), নওগাঁর চাপাহার উপজেলার পাতারী গ্রামের নাইমুল আলীর ছেলে গোলাম রাব্বানী (৩১), যশোরের বাঘারপাড়া উপজেলার বারোখাদুরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল (৩৪), ঢাকা জেলার সাভার থানার জাহাঙ্গীর বেগের ছেলে সালাম বেগ (৩৬), একই উপজেলার মৃত ওমর মালের ছেলে কেরামত মাল (৫৬), খুলনার বটিয়াঘাটা উপজেলার বারো ভূঁইয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান শেখ (২৪), নওগাঁর চাপাহার উপজেলার পশ্চিম কর্মীডাঙ্গা গ্রামের নুরুল হুদা ছেলে দুলাল হোসেন(৩১), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী গ্রামের রাসেল আলী ছেলে আসমাউল হুসনা (১৯), একই উপজেলার চরহনুমান্ত নগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২০), একই গ্রামের আরজ আলী ছেলে মাসুম রেজা (২৯) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শুকাতী গ্রামের ছেলে রইস খানকে (৩৬) হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরকৃত ৩৯ জনকে গাংনী থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় ও জেলার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পর প্রত্যেককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জুয়ার বিজ্ঞাপন না থামালে ক্রিকইনফো ব্লক হতে পারে : ফয়েজ আহমদ তৈয়্যব Oct 14, 2025
img
সহজে তৈরি করুন গুঁড়া দুধ দিয়ে বাংলার রসগোল্লা Oct 14, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ Oct 14, 2025
img
বিশ্ব মান দিবস আজ Oct 14, 2025
পাঁচ সংকটাপন্ন ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠন Oct 14, 2025
img
গাজাবাসীর মানবিক সহায়তায় অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো দিচ্ছে আয়ারল্যান্ড Oct 14, 2025
img
বাংলাদেশের সঙ্গে মার্কিনিদের ব্যবসার পরিসর বাড়বে : অর্থ উপদেষ্টা Oct 14, 2025
দুর্নীতি দমন কমিশন নিয়ে যা বললেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান Oct 14, 2025
কাল শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচি! Oct 14, 2025
আধুনিক বিজ্ঞানে মুসলিমদের অসাধারণ অবদান! Oct 14, 2025
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা Oct 14, 2025
প্রজেকশন মিটিংয়ে শিবিরের খাবার , যা বলছে ছাত্রদল প্যানেল Oct 14, 2025
জব্দ নয়,খাবার ফিরিয়ে দেওয়া হয়েছে: প্রধান নির্বাচন কমিশন Oct 14, 2025
দ্বিতীয় বিয়ে নিয়ে সরাসরি মন্তব্য করলেন মালাইকা Oct 14, 2025
img
দিল্লি টেস্টে রেকর্ড জাদেজার Oct 14, 2025
img
এনসিপি শুধু আসনের রাজনীতির জন্য কারো সঙ্গে জোট করবে না : সারজিস আলম Oct 14, 2025
img
আহান পান্ডে ও অনীত পড্ডাকে ঘিরে প্রেমের গুঞ্জন Oct 14, 2025
এমবাপে প্রকাশ করলেন রোনালদোর প্রতি অনুরাগ Oct 14, 2025
img
সেফ এক্সিট কারা চাইছেন, তালিকা প্রকাশ করবে এনসিপি Oct 14, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার Oct 14, 2025