বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল এবং মোনাজাতের আয়োজন করা হয়।
বুধবার (২০ আগস্ট) বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদায় তার ৫২তম শাহাদাত বার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি ও ইউনিটসমূহের মসজিদগুলোতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও বিমান সদর ও ঢাকা বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ এবং বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এসএন