কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম লিটনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম লিটন ওই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পাকুন্দিয়া এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত বছরে পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ইউটি/টিএ