চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে। এতে মোট ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বন্দর সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ চার মাস আমদানি বন্ধ থাকে।
আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এর ফলে বাজারে চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমতে পারে। ভালো মানের চিকন চাল ৬৭ থেকে ৭০ টাকার মধ্যে এবং মোটা স্বর্ণা চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে পাওয়া যাবে।
বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, আমরা ভারত থেকে ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। চাল ছাড় করণের জন্য ইতোমধ্যে বেনাপোল কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি জমা দেওয়া হয়েছে। পেট্রাপোল বন্দরে আরও চালবোঝাই ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আব্দুস সামাদ আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয়। ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হয়। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা এলসি খুলেছেন, যার বিপরীতে বৃহস্পতিবার থেকে চাল আসা শুরু হয়েছে। আগামী রোববার থেকে চাল আমদানির পরিমাণ আরও বাড়তে পারে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, চার মাস পর ফের বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলো। প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আরও অনেক ট্রাক আসার অপেক্ষায় আছে।
বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে সনদ প্রদান করা হয়েছে।
এসএস/টিকে