বাংলাদেশি পেসারদের গতি ও দক্ষতায় মুগ্ধ স্টুয়ার্ট ল

বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মানের ধারায় উন্নতি করেছে, যা মুগ্ধ করেছে সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল-কে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামদের নেতৃত্বে দেশের পেস বোলিংয়ের ‘বিপ্লব’ ঘটা এবং নতুন প্রজন্মও মাঠে দারুণ অবদান রাখছে, যা সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটারের কাছে প্রশংসার যোগ্য হয়েছে।

২০১১ সালের জুলাইয়ে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ল। যদিও পারিবারিক কারণে ৯ মাস পরই বাংলাদেশের চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরতে হয় তাকে। ওই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে ২০১২ এশিয়া কাপের ফাইনালে তুলেছিলেন ল। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটারের সময়টায় বাংলাদেশের হয়ে পেস বোলিংকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ডানহাতি পেসারের সঙ্গে ছিলেন শাহাদাত হোসেন, শফিউল ইসলাম ও নাজমুল হোসেন।



একটা সময় পেসারদের একাদশে সুযোগ দেয়াই কঠিন হয়ে যেতো টিম ম্যানেজমেন্টের। শুরুর সময়টায় আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম কিংবা পরবর্তীতে মেহেদী হাসান মিরাজদের স্পিনের উপর ভরসা করতে হতো তাদের। তবে সবশেষ কয়েক বছরে বদলে গেছে দেশের পেস বোলিংয়ের প্রেক্ষাপট। একটা সময় পেসারদের কাজটা শুধু বল পুরনো করা হলেও এখন দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাচ্ছেন।

মাশরাফি যখন শেষের পথে তখন উঠে এসেছেন মুস্তাফিজ, তাসকিনরা। তবে গত কয়েক বছরে দেশের ক্রিকেটে পেস বিপ্লব ঘটাতে সুযোগ কাজ লাগিয়েছেন শরিফুল, তানজিম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদরা। ঘরোয়া ক্রিকেট কিংবা পাইপলাইনেও আছে বেশ ক’জন প্রতিশ্রুতিশীল পেসার। বাংলাদেশের পেসারদের এমন পরিবর্তন দূর থেকেই দেখেছেন ল। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপে নিজের মুগ্ধতার কথাও জানালেন তিনি।

এ প্রসঙ্গে ল বলেন, ‘২০১২ সালের সাথে যদি এখনকার তুলনা করি তাহলে পেস বোলিংয়ের পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। একজনের নাম বলবো না। তারা বেশ কয়েকজন পেসার পেয়েছে। তারা কঠোর পরিশ্রম করে। আর বাংলাদেশে এত গতিতে বোলিং করা সহজ নয়। এটা পুরোটা কঠিন পরিশ্রমের ব্যাপার।’

বাংলাদেশের সঙ্গে নেপালের ক্রিকেটের তুলনায় তিনি বলেন, ‘আমরা এখনো একটা দল বানানোর চেষ্টা করছি। বাংলাদেশ তো এগিয়ে গেছে, তাদের দলে এখন দুর্দান্ত সব পেসার আছে। তাদের বেশ কয়েকজন পেসার ১৪০ কি.মি কিংবা তাঁর চেয়েও বেশি গতিতে বোলিং করছে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকতে হলে আপনার এটাই প্রয়োজন। ব্যাটিংয়ের দিক থেকে যদি চিন্তা করি বাংলাদেশ ও নেপাল প্রায় একই ধরনের। তাদেরও ভালো স্কিল ছিল, এখনকার নেপালের ব্যাটারদেরও স্কিল আছে। আমরা পেসার তৈরির চেষ্টা করছি, আমার মনে হয় আসতে শুরু করেছে।’

জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টার দায়িত্বেও ছিলেন ল। ২০১৬ সালে তাঁর অধীনেই যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন মিরাজরা। ওই দলের হয়ে খেলেছিলেন জাকের আলী অনিক, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতরা। ল জানিয়েছেন, এখনো তাদের অনেকের সাথে হোয়াটসঅ্যাপে তাঁর কথা হয়।

বাংলাদেশের সাবেক প্রধান কোচ বলেন, ‘অনেক ক্রিকেটারের সঙ্গেই আমার কথা হয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যখন কাজ করেছি তাদের অনেকের সাথেই আমার এখনো কথা হয়। পরামর্শ নিতে তারা হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠায়। আমি সবসময় তাদেরকে বলি যদিও তোমাদের কোচ নই তবে যখনই প্রয়োজন হবে আমাকে নক করবে।’

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

মিডিয়ায় চলছে গ্রুপিং গ্রুপিং খেলা। Aug 23, 2025
সাংবাদিকের সাথে বিতর্কে মুকিত জাকারিয়া Aug 23, 2025
"লিঙ্গ নয়, কাজের দিকে তাকাও" বেতন বৈষম্য নিয়ে ক্ষুব্ধ কৃতি শ্যানন Aug 23, 2025
বড় পর্দায় আসছে শাকিব খানের 'সোলজার'! Aug 23, 2025
শাড়ি ব্র্যান্ড চালু করার খবরে অবাক মানসী সেনগুপ্ত Aug 23, 2025
img
'তুই যে টাকাটা লিখবি, তা নিয়ে কোনও প্রশ্ন করব না', কোয়েলের উদ্দ্যেশে দেব Aug 23, 2025
আসন্ন নির্বাচনে স্বচ্ছ ভোটের প্রতিশ্রুতি ডিএমপির Aug 23, 2025
সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে নিয়ে দুঃখপ্রকাশ করলেন রাষ্ট্রদূত আনসারী Aug 23, 2025
ইউক্রেনে' রাশিয়ার ড্রোন হামলা বেড়েছে ১৪ গুণ Aug 23, 2025
"আমরা ভাঙচুর করব না স্যার, তালা খুলে দিন" Aug 23, 2025
img
রাষ্ট্রের সিস্টেমটাই দখলের হয়ে গেছে : মির্জা ফখরুল Aug 23, 2025
img
জাকসু নির্বাচন : অভ্যন্তরীণ কোন্দলে প্যানেল করতে পারেনি ছাত্রদল Aug 23, 2025
img
প্রয়াত লিভারপুল তারকার নাম ভাঙিয়ে ৭৮ লাখ টাকার প্রতারণার অভিযোগ Aug 23, 2025
img
স্বাধীনতার উদ্দেশ্য ছিল গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি : মঈন খান Aug 23, 2025
img
ঢাকায় দুই দিনে ৩৭০৫ ট্রাফিক মামলা Aug 23, 2025
img
অভিনয়ের বদলে জ্যোতিষ বিদ্যা বেছে নিয়েছিলেন টিউলিপ Aug 23, 2025
img
ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি: পরিবেশ উপদেষ্টা Aug 23, 2025
img
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল Aug 23, 2025
img
মার্কিন সামরিক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প‍ Aug 23, 2025
img
কাজের ক্ষেত্রে পুরুষ-নারীর পারিশ্রমিক নিয়ে কৃতির স্পষ্ট বক্তব্য Aug 23, 2025