আর্জেন্টিনাকে আনতে কত টাকা খরচ করছে ভারত?

গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। তবে অনিশ্চয়তা আর টানাপোড়েনের পথ ধরে এক পর্যায়ে আইনি লড়াইয়ের মতো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আপাতত সবকিছুর অবসান হয়েছে। ভারত সফরে যেতে রাজি হয়েছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরে দেশটিতে একটি ম্যাচ খেলতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য অবশ্য বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ভারতকে।

পূর্বঘোষণা অনুযায়ী ম্যাচটি কেরালায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুক্রবার জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে তারা। একটি ভারতে, অন্যটি অ্যাঙ্গোলার লুয়ান্ডায়। অবশ্য এবারই প্রথম নয়, এর আগে ২০১১ সালেও ভারতে গিয়েছিল আর্জেন্টিনা। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন মেসিরা।

আর্জেন্টিনাকে আনতে সবমিলিয়ে ১৩০ কোটি রুপি দিতে হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮১ কোটি টাকা। মূলত এই অর্থ পরিশোধ নিয়ে জটিলতা সৃষ্টির ফলেই আর্জেন্টিনার ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সব শঙ্কার মেঘ কেটে যাওয়ায় এসেছে চূড়ান্ত ঘোষণা।



আর্জেন্টিনার এবারের ভারত সফরের আলোচনার সূত্রপাত মূলত ২০২২ বিশ্বকাপে এই উপমহাদেশ থেকে আজেন্টিনার প্রতি সমর্থনের জোয়ার থেকে। আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক মাধ্যমের পাতা থেকেও তখন কৃতজ্ঞতা প্রকাশের পোস্ট করে বলা হয়েছিল, ‘ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, ধন্যবাদ পাকিস্তান... আপনাদের সমর্থন ছিল অসাধারণ।’

এর কয়েকদিন পরই কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমান এএফএর সভাপতির কাছে আর্জেন্টিনা দলকে কেরালায় খেলার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান। সেই পথ ধরে নানা প্রক্রিয়ার পর গত নভেম্বরে ক্রীড়া মন্ত্রী জানান, আর্জেন্টিনা ফুটবল দল সত্যিই কেরালায় আসছে।

স্পন্সরের খোঁজে কেরালার সরকার ব্রডকাস্টিং কোম্পানি ‘রিপোর্টার’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারাই এএফএর সঙ্গে চুক্তির মূল প্রক্রিয়া সম্পন্ন করে। তবে কিছু দিন আগে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এএফএর প্রধান বাণিজ্যিক ও বিপনন কর্মকর্তা কেরালা সরকারের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ আনেন। এতে ঝুলে যায় সফর।

তবে গত ৫ আগস্ট রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, এএফএর সঙ্গে তাদের চুক্তি পাকাপাকি হয়েছে এবং গত ৬ জুন ১৩০ কোটি রুপির পুরোটাই পরিশোধ করা হয়েছে। এই বছরের মধ্যে ভারত সফরে না এলে এএফএর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি। এরপরই এলো চূড়ান্ত ঘোষণা।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে! Aug 23, 2025
img
প্রোপার গাইডেন্স না থাকলে এনসিপিকে ভুল পথে পরিচালনা করা সম্ভব: মাহিন সরকার Aug 23, 2025
img
সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন Aug 23, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে Aug 23, 2025
img
সিনেমার গান থেকে সরে দাঁড়ালেন প্রিন্স মাহমুদ Aug 23, 2025
img
জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে : ফরহাদ মজহার Aug 23, 2025
img
অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন Aug 23, 2025
img
যুক্তরাষ্ট্রে রপ্তানির মাধ্যমেই শক্তিশালী অর্থনীতিতে পরিণত হবে বাংলাদেশ: প্রেস সচিব Aug 23, 2025
img
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, তবে আপত্তি নেই: অমর্ত্য সেন Aug 23, 2025
বরিশালে কারাগারে ধরা পড়ল ভুয়া গোয়েন্দা Aug 23, 2025
নির্বাচনে অংশ নিতে চায় জাপা, সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ! Aug 23, 2025
রাউডি রাঠোর ২ নিয়ে গুঞ্জন শেষ, এবার শুরু শুটিংয়ের প্রস্তুতি! Aug 23, 2025
img
'ভারতের সঙ্গে নিরপেক্ষ জায়গায় আলোচনায় আগ্রহী পাকিস্তান ' Aug 23, 2025
img
সন্ধ্যায় বিএনপির সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Aug 23, 2025
img
ঘুষকাণ্ডে পটুয়াখালীর পিপি রুহুল আমিনের সনদ স্থগিত Aug 23, 2025
img
স্বাধীনভাবে মত প্রকাশ করতে গিয়ে চাপে ছিলেন বিভুদা : মোস্তফা ফিরোজ Aug 23, 2025
img
সামনে খারাপ সময় আসছে, যদি নির্বাচন না হয় : হেলাল Aug 23, 2025
img
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ Aug 23, 2025
img
কর্তৃত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চা বহাল আছে : ড. ইফতেখারুজ্জামান Aug 23, 2025
বাংলায় কথা বললেই বাংলাদেশে ফেরত? অমর্ত্য সেনের উদ্বেগ Aug 23, 2025