জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ অর্থনৈতিক লাভের জন্য এনসিপিতে গিয়েছেন বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি বলেন, আতাউল্লাহ যতটা না সাহসী, তার চেয়ে বেশি কৌশলী, সুযোগ সন্ধানী। রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।
মো. তারেক রহমান বলেন, গণঅধিকার পরিষদের সিংহভাগ বিবাদ আতাউল্লাহ ভাইয়ের কারণে লাগত; এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা।
তার মধ্যে কখনো নুরকে মাইনাস করার ষড়যন্ত্র, কখনো রাশেদকে মাইনাস করার ষড়যন্ত্র, কখনো আমাকে মাইনাস করার ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, সে (আতাউল্লাহ) যতটা না সাহসী, তার চেয়ে বেশি কৌশলী, সুযোগ সন্ধানী। আশা করি এনসিপি তাকে নিয়ে ভালো সময় পার করছে। ওদের পুরো কোরামটা এনসিপিতে গেছে অর্থনৈতিকভাবে লাভবান হতে।
রবিবার নির্বাচন ভবনে হাতাহাতির ঘটনার একটি ভিডিও শেয়ার করে তারেক রহমান আরো বলেন, প্রতিটি ঘটনার যা প্রকাশ করা হয়, তার আগে কিছুটা ভিন্নতা থাকতে পারে, এটা তেমনি। এখানে রুমিন ফারহানা বক্তব্যের ফ্লোরে ছিলেন, সেখানে তেড়ে ঢুকতে যাওয়ার ঘটনাটি প্রচার করা হয়নি। পরের হাতাহাতির ঘটনাটি প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, এনসিপি নেতা আতাউল্লাহ পোডিয়ামের তেড়ে যান। সেখানে অবস্থান করা কয়েকজন তাকে ধরে পেছনে সরিয়ে দেন। এ সময় তিনি ফ্লোরে পড়ে গেলে পুলিশ সদস্যরা তাকে টেনে তোলেন। পরে সংবাদ সম্মেলন করে আতাউল্লাহ দাবি করেন রুমিন ফারহানার লোকজন তার ওপর হামলা চালিয়েছে।
কেএন/টিকে