বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেদিনা ও কোরেয়ার বাদ পড়া নিয়ে সমালোচনায় স্ক্যালোনি। এদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে মেসির বাছাইয়ে খেলা শেষ ম্যাচ। জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা নিজেই। কারণ, ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ে তার জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই। এ ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি ও তার পরিবার।
বিশ্বকাপ বাছাইয়ে এবারেও দাপট ছিলো আর্জেন্টিনার। বিশ্বচ্যাম্পিয়নদের মূল পর্ব নিশ্চিত হয়েছে বেশ আগে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে তারা। বাকি আছে দুই ম্যাচ। আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসলেস্তে। ১০ সেপ্টেম্বর ইকুয়েডররের বিপক্ষে তাদের মাটিতে শেষ ম্যাচ খেলবে মেসিরা। এ দুই ম্যাচের জন্য গত ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। এবার সেখান থেকে বাদ পড়েছেন দুজন। ২৯ জনের প্রাথমিক দল দিয়েছে আর্জেন্টিনা।
স্ক্যালোনির চূড়ান্ত দলে নেই ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা। মেদিনার বাদ পড়া নিয়ে সমালোচনার মুখে স্ক্যালোনি। সবশেষ গত জুনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে ছিলেন এবং ভালো পারফর্ম করেছেন। চোট পাওয়া লিসান্দ্রো মার্তিনেজ এখনও দলের বাইরে আছেন। তারপরেও কেনো মেদিনাকে নেয়া হলো না তার সুদত্তোর দেননি স্ক্যালোনি।
এদিকে, ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ লিওনেল মেসির কাছে। বয়স এখন ৩৮। ২০৩০ বিশ্বকাপ বাছাইয়ে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তাই দেশের মাটিতে এটাই মেসির বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই এটা নিশ্চিত করেছেন। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, 'ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আমার জন্য বিশেষ। আমি জানি না এরপর আর্জেন্টিনায় আর কোনো প্রীতি ম্যাচ খেলবো কি না। তাই আমার পরিবার, স্ত্রী-সন্তান ও বাবা-মা মাঠে বসে এই ম্যাচটা দেখবে। আমি জানি দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে। তাদের ভালোবাসা সামনে বসে উপভোগ করার সুযোগ পাবো। এটা ভেবেই গর্বিত আমি।'
সমর্থকরা চান মরুর বুকে ঝড় তোলার মতো যুক্তরাষ্ট্রেও মেসি রাঙিয়ে তুলবেন তার শেষ বিশ্বকাপ।
পিএ/এসএন