‘স্পেশাল ওয়ান’খ্যাত হোসে মরিনিয়ো যেমন প্রখ্যাত ফুটবল কোচ, তেমনি নানা চাঞ্চল্যকর ঘটনায়ও বারবার খবরের শিরোনামে আসতে অভ্যস্ত। আরও একটি বিষয় যেন তার নামের পাশে স্থায়ী হতে চলেছে। বেশিরভাগ ক্লাবের সঙ্গে তার যাত্রাটা শেষ হয় বরখাস্ত হয়ে। তবে তুরস্কের ক্লাব ফেনেরবাচের সঙ্গে আলোচনার মাধ্যমে তার ক্লাবটির কোচিং অধ্যায় শেষ হয়েছে। বিসিবি ও রয়টার্স এমন দাবি করলেও, দ্য গার্ডিয়ানের মতে- বরখাস্ত হয়েছেন এই পর্তুগিজ কোচ।
মূলত তুর্কি ক্লাব ফেনেরবাচের প্রত্যাশা ছিল মরিনিয়ো তার শিষ্যদের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুলতে পারবেন। সেখানে উঠতে ব্যর্থ হওয়ার পর তারা মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বুধবার রাতে প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়ে ফেনেরবাচ। তাদের হারানো বেনফিকা উঠে যায় চ্যাম্পিয়ন্স লিগে। গতকাল (বৃহস্পতিবার) রাতে ইউরোপীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার লিগপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, এক বিবৃতিতে মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানিয়েছে ফেনারবাচ। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ক্লাবটি বলছে, ‘আমাদের পেশাদার দলের টেকনিক্যাল ডিরেক্টর হোসে মরিনিয়ো, যিনি ২০২৪-২৫ মৌসুম থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে আমাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। দায়িত্ব পালনকালে এই দলে তার অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে তার সফলতা কামনা করি।’
এমকে/এসএন