বিয়ের চার বছর পরই সংসার ভেঙেছে ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা এখনও আদালতে বিচারাধীন। জীবনের তিক্ত এই পর্ব নিয়ে এবার মুখ খুলেছেন শামি।
নারীদের প্রতি আসক্তি, মেয়ের প্রতি অবহেলা, মানসিক নির্যাতনসহ শামির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন হাসিন। ২০১৪ সালে বিয়ে হয়েছিল তাদের। চার বছর পর থেকে আলাদা থাকতে শুরু করেন দু’জন। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, বিয়ে নিয়ে কোনো আক্ষেপ রয়েছে কি না।
এ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি শামি। বলছেন, ‘ওসব বাদ দিন। অতীত নিয়ে কখনও আফসোস করি না। যা হওয়ার, হয়ে গিয়েছে। আমি কাউকে দোষ দিতে চাই না। নিজেকেও দোষী মনে করি না। শুধু ক্রিকেট, নিজের খেলায় মন দিতে চাই। এই সব বিতর্কে ঢোকার ইচ্ছে নেই আমার।’
শামি একা নন। আরও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের বিবাহিত জীবন সুখের হয়নি। এ তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান ও যুজবেন্দ্র চাহালরা। কিছুটা বিরক্ত হয়ে শামি বলছেন, ‘তদন্ত করা আপনার কাজ। আপনি কেন আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছেন? কেন মৃত্যুদণ্ড দিতে চাইছেন? তাহলে অন্য দিকটাও দেখুন। আবার বলছি, এসব বিতর্কের মধ্যে ঢুকতে চাই না। আগ্রহও নেই। আমি শুধু ক্রিকেট নিয়ে থাকতে চাই।’
ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন শামি। এই মুহূর্তে দিলীপ ট্রফি খেলছেন।
এসএস/টিকে