নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বাকি আর একদিন। তার আগে শামীম পাটোয়ারীকে ঘিরে এখনো ধোঁয়াশা। সিলেটে অনুশীলন ক্যাম্পের শুরুতে অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি শামীম। পরে যোগ দিলেও এখনো পূর্ণ ফিট নন বলে প্রধান কোচ ফিল সিমন্সের কথায় ধারণা পাওয়া গেল।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। সেখানে শামীমের বিষয়ে প্রধান কোচ বলেন, 'পাটোয়ারী, গত পাঁচ-ছয় দিন ধরে খুব ভালো অবস্থায় আছে। সে অনেক অনুশীলন করেছে, আজ আমরা যা যা করেছি তার সবকিছুই সে করেছে, তাই সে ফিটনেসে ফিরে এসেছে।'
এদিকে, দিন দুয়েক আগে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকে নিয়ে সিমন্স বললেন, 'ইমন, হ্যাঁ, তার কাঁধে আঘাত লেগেছিল, কিন্তু সে ঠিক আছে। সে আজ সবকিছু করেছে, সে ফিটনেস পরীক্ষায় পাস করেছে। সুতরাং, তারা দুজনেই খেলার জন্য ফিট, কিন্তু আমি মনে করি পাটোয়ারীর আরও কয়েকদিন সময় লাগবে।'
এদিকে দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে সিমন্স বলেন, 'আমি মনে করি আমরা দেখেছি যে, সে (সাইফউদ্দিন) যতবারই সুযোগ পেয়েছে ভালো বল করেছে। আমরা তার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি কারণ আমরা জানি সে ব্যাট করতে পারে, এবং এটি তার একটি দিক। অলরাউন্ডারদের ক্ষেত্রে, কখনো কখনোও তাদের একটি দিক সবসময় কাজ করে না। কিন্তু সে তার ব্যাটিংকে আমরা যেমনটা জানি, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে।'
এসএস/টিকে