আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। তার আগে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের আগে এই সিরিজকে নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবেই নিচ্ছে টাইগাররা।
নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন এই সিরিজের খুব বেশি গুরুত্ব না থাকলেও তুলনামূলক খর্ব শক্তির দলের কাছে হারলে সমালোচনার মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। তাই পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও সতর্ক বাংলাদেশ। তবে হারলে ক্রিটিসিজম হতে পারে, এসব ভাবছেন না প্রধান কোচ ফিল সিমন্স।
সিলেটে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘অস্ট্রেলিয়ার কাছে হারলেও তো ক্রিটিসিজম হবে। টেবিলের নিচের কোনো দলের কাছে হারলে, এর মানে এই না তারা খারাপ দল। নির্দিষ্ট দিনে ভালো না খেললে আমরা ক্রিটিসিজম পাওয়াটা ডিজার্ভ করি। যদি আমরা ভালো খেললেও তারা আমাদের হারিয়ে দেয়, তখন (তারা প্রশংসা পাওয়াটা) ডিজার্ভ করে। কার কাছে হারছি তা নিয়ে আমরা ভাবছি না। খেয়াল রাখতে হবে যেন আমরা ভালোভাবে খেলতে পারি। যদি পারি তাহলে আমার মনে হয় আমরা জিতব।’
রিস্ক ফ্যাক্টর আছে কিনা প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছি আমরা। ন্যাশনাল নয়, তারা ইন্টারন্যাশনাল দল। তারা (নেদারল্যান্ডস) আগের দুই বিশ্বকাপ খেলেছে। ভালো খেলেছে। বর্তমান বিশ্বে সবাই ভালো দল। ক্রিকেটে এভাবে কাউকে আন্ডাররেইট করতে পারবেন না। সবাই ভালো ক্রিকেট খেলছে। আমাদেরও ভালো ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে (যদি তাদের হারাতে চাই)।’
ভালো খেলার ইঙ্গিত দিয়ে সিমন্স বললেন, ‘আমি জানি না আপনি আদর্শ পরিস্থিতি বলতে কী বুঝাচ্ছেন। আমার কাছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা মানেই আদর্শ পরিস্থিতি। কারণ প্রতি ক্ষেত্রেই আপনাকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। সিরিজ জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেললেও আমাদের একটা ভালো স্ট্যান্ডার্ডে খেলতে হবে, সিরিজ জেতার জন্য। ফলে আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে, শ্রীলঙ্কায় যা করেছি তা চালিয়ে যাওয়া এবং আরও উন্নতি করা। কাদের সাথে খেলছি তা ব্যাপার নয়, আমরা কীভাবে খেলছি এবং উন্নতি করছি সেটাই আমার কাছে জরুরি ব্যাপার।’
এসএস/টিকে