ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এতে আবাসিক হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতি চিরতরে মুছে ফেলারও অঙ্গীকার করেছে প্যানেলটি।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ৮ দফা প্রস্তাবনা সংবলিত ইশতেহার ঘোষণা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ।
হল ও অ্যাকাডেমিক অঙ্গনে রাজনীতি বন্ধ করা, ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নিশ্চিত করা, নারীদের জন্য বিশেষ সাইবার নিরাপত্তা সেল গঠন ও আইনি সহায়তা প্রদান, ‘ওয়ান কার্ড অল সার্ভিস’ এর মাধ্যমে পাঠাগারসুবিধা, স্বাস্থ্য ও পরিবহনসেবা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া ৩০০ একর জমি উদ্ধারসহ নানা প্রতিশ্রুতি দেন ভিপি ও জিএস পদপ্রার্থীরা।
ভিপি প্রার্থী আবদুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ বানিয়েছে ক্যান্টনমেন্ট, কেউ বানিয়েছে নিপীড়নের বন্দীশালা। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই এমন ডাকসু, যারা ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধা করবে না; যারা শিক্ষার্থীদের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখবে এবং বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রে বৈষম্য ও স্বৈরতন্ত্রকে বরদাশত করবে না।
আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট
পিএ/টিকে