চারঘণ্টা বন্ধ থাকার পর রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন শুরু হয়েছে। সোয়া ২টার দিকে মনোনয়নপত্র উত্তোলন করেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
এরপর মনোনয়নপত্র উত্তোলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
এর আগে সকালে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষ কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ছাত্রদল। পরে বেলা ১১টার দিকে মনোনয়নপত্র উত্তোলন করতে এসে ছাত্রদলের বাধার মুখে পড়েন সালাউদ্দিন আম্মার। এনিয়ে উত্তেজনা তৈরি হলে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আসে।
সাধারণ শিক্ষার্থী ও সাবেক সমন্বয়করা। পরে উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে ও ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোয়া ১টার দিকে তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করেন। দুইটার দিক থেকে পুনরায় মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।
এদিকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও কোষাধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে আছে ছাত্রদল।।তারা সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এদিকে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে ও বাইরে অবস্থান নিয়ে আছেন। উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও দুই গ্রুপই রয়েছে।
রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, দুপুরে আবারো মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে। শিক্ষার্থীর মনোনয়ন নিচ্ছে। নির্বাচন পেছানো হবে কি না এনিয়ে কমিশনের বৈঠক চলছে। বৈঠক শেষে সবকিছু চুড়ান্ত হবে।
গত বৃহস্পতিবার ২৮ টি পদে ছাত্রদল মনোনয়ন তুললেও তারা ভোট পেছানোর দাবিতে আগে থেকেই আন্দোলন করে আসছিলো। সে দাবির পরিপ্রেক্ষিত নির্বাচন কমিশন ভোট ১০ দিন পিছিয়ে দেয়। এর আগে অন্তত সাড়ে ৫'শ শিক্ষার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কেএন/টিকে