জাতীয় পার্টি দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি। অথচ এ সরকারের আমলে ঘটেছে। এ ঘটনার দায় সরকারকে নিতে হবে।

রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে। তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। আমরা দেখেছি, বিগত সময়ে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনভাবে যদি সমর্থন দেওয়া হয়, তাহলে সেটি যেমন সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়, তেমনি জনগণের পক্ষ থেকেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি।

তিনি বলেন, ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকে চাইবে না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের স্টাবলিশমেন্ট ছাড়া কোনো রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হোক। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো যদি সরকারি দল ও বিরোধী দলে পরিণত হয়, তাহলে সেই সেটেলমেন্ট বাস্তবায়িত হয়ে যাবে। সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করবে। তারা আওয়ামী লীগকে নানা ফরমেটে আনতে না পারলে সেটিকে বানচাল করার চেষ্টা করবে। আমরা মনে করি, এ ধরনের সকল প্রচেষ্টা গণতান্ত্রিক ও রাজনৈতিক দলগুলো এবং সরকার রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে।

জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, সরকার এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি। তবে সরকার ইতোমধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছে। আজও মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলো এবং জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে, সে অনুযায়ী সরকার বিবেচনা করবে।

গণধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের বিষয়ে ভাবছে। এটা কোনো সাধারণ রাজনৈতিক কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা। আওয়ামী লীগের সময়েও এ ধরনের ঘটনা ঘটতে দেখিনি। এটা অত্যন্ত দুঃখজনক। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, তাই দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। সরকারকে এর সমাধান করতে হবে। এই হামলার বিচার করে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাহস না পায়, সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জাবিতে মানববন্ধন Aug 31, 2025
img
জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান এনসিপির Aug 31, 2025
img
ইউক্রেনে ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে ইউরোপ Aug 31, 2025
img
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন এমি মার্টিনেজ! Aug 31, 2025
img
জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে: ডা. তাহের Aug 31, 2025
ক্যারিয়ার নষ্ট করার জন্য মামলা সাজানো হয়েছে, দাবি মেঘনা আলমের Aug 31, 2025
আমার ভাইয়েরা মাইর খাচ্ছে আর পলিটিশিয়ানরা পলিটিক্স করছে Aug 31, 2025
img
আন্তঃজেলা বাস টার্মিনাল ইজারা দেবে ডিএনসিসি Aug 31, 2025
সভাপতি হয়ে ক্রিকেটকে বদলে দেবেন তামিম ইকবাল! Aug 31, 2025
img
চবির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি চসিক মেয়রের Aug 31, 2025
img
বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা Aug 31, 2025
ট্রাম্পের ইচ্ছায় প্রতিরক্ষা মন্ত্রণালয় পেতে যাচ্ছে নতুন নাম Aug 31, 2025
গুম বিষয়ে যা বললেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী Aug 31, 2025
img
প্রথমবার রেড কার্পেটে স্বামীর সঙ্গে নার্গিস ফাখরি Aug 31, 2025
img
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক সোমবার Aug 31, 2025
img
ভেনেজুয়েলার উপকূল এবং অঞ্চল থেকে দূরে থাকতে ওয়াশিংটনকে সতর্কবার্তা Aug 31, 2025
img
জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : জাপা মহাসচিব Aug 31, 2025
শিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ ভিপি প্রার্থী আবিদের Aug 31, 2025
img
বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে : মির্জা ফখরুল Aug 31, 2025
‘ব্রিজ থেকে মানুষ ফেলে কিনা জানতে চারবার শীতলক্ষ্যায় গিয়েছি’ Aug 31, 2025