জনগণকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশের বিচার বিভাগ তার স্বাধীনতা, শৃঙ্খলা এবং তার উদ্দেশ্য পুনরুদ্ধারের জন্য কঠোর প্রচেষ্টা চালানো হচ্ছে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান: বিচার বিভাগের সংস্কার' শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহ আমাদের সামনে একটি আয়না স্থাপন করেছে।
বিপ্লব পরবর্তী সময়ে সরকারের কাছে পাঠানো সংস্কার প্রস্তাব, বিচার বিভাগীয় নিয়োগ পরিষদ গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহালসহ সবকিছুই প্রমাণ করে যে আমরা কথায় নয়, বিচারিক কাজে সংস্কার বেছে নিয়েছি। স্বাধীনতার সাথে, আমরা ন্যায্যতা, সাহস এবং জনগণের প্রাপ্য সততার সাথে সেবা করার অঙ্গীকার করছি বলেও জানান তিনি।
ইএ/টিকে