রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। জেলা সদর হাসপাতাল ছাড়াও চারটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ডেঙ্গু রোগী। গত এক মাসে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিল ৩৮ জন। যা আগস্ট মাসে বেড়ে দাঁড়ায় ৬১ জনে। চলতি বছরের মে মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ জন ও জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ জনে। এছাড়াও আগস্টে রাজবাড়ী সদর হাসপাতাল ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৪ জন। চলতি বছরের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চারটি উপজেলায় ১২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী অনিক মাহমুদ বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি। প্রতিদিনই প্লাটিলেট পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। এখন একটু সুস্থের পার্যায়ে রয়েছি।
আলম শেখ নামে আরেক রোগী বলেন, আমার জ্বর, ডেঙ্গু পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়েনি। কিন্তু আমারসহ আরও কিছু রোগী যাদের ডেঙ্গু হয়নি তাদের আর ডেঙ্গু রোগীদের একই রুমে রাখা হয়েছে। এতে তো আমাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু রোগীদের মশারীর মধ্যে থাকার কথা। কিন্তু তারা বেশির ভাগ সময় মশারীর ভেতর থাকেন না। আমরা চাই ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করা হোক।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী আসছে। হাসপাতালে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছ। ডেঙ্গু নিয়ে সকলকে সচেতন থাকতে হবে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, এখন ডেঙ্গুর মৌসুম চলছে। তবে আমাদের জেলায় ডেঙ্গুটা মারাত্মকভাবে ছড়ায়নি। এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে। জেলায় ডেঙ্গুতে মারা যাওয়ার মতো কেস নেই। আর দুইটা মাস গেলেই ডেঙ্গুর সিজন চলে যাবে।
রাজবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী বলেন, আমাদের কাভার্ডভ্যান পর্যাপ্ত না থাকায় পৌর অঞ্চলের ময়লা সম্পূর্ণ পরিষ্কার করতে পারছি না। এছাড়াও মসকিউটো মেডিসিনও না থাকার কারণে আমাদের মশক নিধন কার্যক্রম সেবায় বিঘ্নিত হচ্ছে। আমরা পৌরবাসীর কাঙ্খিত সেবা দিতে পারছি না। বেশ কয়েকটি ফগার মেশিন থাকলেও ভালো রয়েছে মাত্র দুটি। প্রশাসককে জানানো হয়েছে, এগুলো পেলে পৌরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো।
পিএ/এসএন