আর্থিক সংকটে বন্ধ গ্রামীণ ফাউন্ডেশন

আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্রামীণ ফাউন্ডেশন। ২০১২ সালে বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের আদলে চালু করা হয়েছিলো প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে যারা ঋণ নিয়েছেন, তাদের অনেকে ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হয়ে গেছে।

এই ফাউন্ডেশনের ছয় পরিচালকের একজন ছিলেন অধ্যাপক ইউনূস। এটি যুক্তরাজ্যের গ্রামীণ ব্যাংক হিসেবেও পরিচিত।

প্রতিষ্ঠানটিতে একজন আর্থিক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যিনি এখন সেটির সম্পত্তি বিক্রি করে যতটা সম্ভব দেনা পরিশোধের বন্দোবস্ত করবেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: