নিষেধাজ্ঞা শেষ : মধ্যরাত থেকে ইলিশ শিকার শুরু

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ (বুধবার) মধ্যরাত থেকে আবারও ইলিশ শিকার করা যাবে। মা ইলিশ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে গত ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার।

মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বুধবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে রাত ১২টার পর থেকে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা। ২২ অক্টোবর থেকে ইলিশ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ করা হয়।

এছাড়া সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইলিশের উৎপাদন বেড়ে গেছে। ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পুরণ করে এখন বিদেশী রপ্তানী করা হচ্ছে ইলিশ।

মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে ইলিশের উৎপাদন প্রায় তিনগুন বেড়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: