মাত্র ১২ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১০০ কোটি ডলার

করোনাভাইরাস মহামারির মধ্যেও থেমে নেই রেমিটান্স প্রবাহ। চলতি মাসের প্রথম ১২ দিনেই ১০০ কোটি ডলার (১ বিলিয়ন) এর বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটি বিরল। দেশের ইতিহাসে এটাই একক মাসের হিসেবে ‘মাত্র ১২ দিনে’ সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে কখনো এক মাসে এতো রেমিট্যান্স দেশে আসেনি।

চলতি ২০২০-২১ অর্থবছরে জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ দশমিক ৮৯১ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৩ দশমিক ৪২ শতাংশ বেশি।

এদিকে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবিষয়ে অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেন, কোভিড-১৯ এর প্রভাবে সারাবিশ্বের অর্থনীতি সংকটে পড়েছে। এই সময়ে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

টাইমস/এসএন

Share this news on: