চঞ্চলের ‘হাওয়া’য় বুলবুলের প্রভাব

অভিনেতা চঞ্চল চৌধুরী। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে হোটেলে কাটছে তার সময়। গত ১৩ অক্টোবর থেকে টানা ২৫ দিন ধরে সেন্টমার্টিন দ্বীপে ছিলেন চঞ্চল। এরপর ‘বুলবুল’র প্রভাবে জাহাজ, ট্রলারসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আর ঢাকায় ফিরতে পারেননি তিনি। আটকা পড়ে হোটেলেই থাকতে হচ্ছে এই অভিনেতাকে।

জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে সেন্টমার্টিন দ্বীপে শুরু হয় ‘হাওয়া’ সিনেমার শুটিং। টানা কাজের মধ্য দিয়ে পরিচালক শেষ করতে চান ছবিটির কাজ। এই অবস্থায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ে বন্ধ হয়ে যায় ছবিটির কাজ। সাগরে জাহাজ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ঢাকাতেও ফিরতে পারেনি তারা। আটকা পড়েন ছবিটির পুরো টিম। তাই শুক্রবার থেকেই শুটিং বন্ধ রেখে হোটেল রুমেই কাটছে তাদের সময়।  

এদিকে রোববার দুপুর থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র অবস্থান ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। রীতিমত ভয়ংকর অবস্থা ধারণ করেছে এই ঘূর্ণিঝড়। এমতাবস্থায় একটি ছোট্ট দ্বীপে কেমন কাটছে চঞ্চলের?

উত্তরে অভিনেতার জবাব, আপতত ভয়ে কাটছে।

শুটিং প্রসঙ্গে চঞ্চল আরও বলেন, এই ছবির শুটিংয়ে ছেঁড়াদ্বীপ থেকে আরো অনেক গভীরে আমাদের চলে যেতে হয়। যেখান থেকে কোনো মাটি দেখা যায় না। সমুদ্রের তীরের মানুষের গল্প নয় এটা, একদম সমুদ্রের গভীরে চলে যাওয়া জেলেদের গল্প ‘হাওয়া’। আমাদের গল্পের দৃশ্যায়ন যাতে নিখুঁত হয়, এজন্যই বেশ ঝুঁকি নিয়ে কাজ করছি।

চঞ্চল ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিলেন শুক্রবার। বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই অভিনেতা বলেন, আমরা গত পরশু (শুক্রবার) যখন শুটিং শেষ করে ফিরছি তখন সমুদ্র স্বাভাবিক নেই। যে ট্রলার সমুদ্রের গভীরে আমাদের নিয়ে যায়, সেটা এসে ঘাট থেকে দূরে নোঙ্গর করতে পারছিল না। বড় ট্রলার থেকে নেমে আমাদের ছোট ট্রলারে উঠে ঘাটে যেতে হবে। কিন্তু ঢেউ এতো বেশি যে আমরা কোনোভাবে ছোট ট্রলারে উঠতেই পারছিলাম না। মানে ঢেউ এসে আমাদের ওপরে উঠিয়ে দিচ্ছিল। ৭-৮ ফিট ওপরে উঠে যাচ্ছিল, যার কারণে কোনোভাবেই লেবেলিং হচ্ছিল না।

ফাইল

অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে চঞ্চল আরও বলেন, সে এক কঠিন অভিজ্ঞতা আমরা ফাইনালি ঘাটে উঠে আসতে পেরেছিলাম। কিন্তু এমন ঢেউয়ের কবলে আগে কখনো পড়িনি। আর শনিবারতো আমরা হোটেলের বাইরেই যেতে পারিনি। কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা আমাদের খোঁজ খবর রাখছিলেন। হোটেলের জানালা পর্যন্ত খুলতে পারিনি। বন্দী সময় কেটেছে। তবে আজ (রোববার) একটু বেটার ওয়েদার। কিন্তু সাগরে ঢেউ রয়েছে যথেষ্ট। সমুদ্র এখনো উত্তাল। স্বাভাবিক হলেই শুটিং শুরু করবো।

‘হাওয়া’ ছবিটির পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, এরকম প্রতিকূল অবস্থায় সেন্টমার্টিনে থেকে যাওয়াটা আমাদের জন্য খুব রিস্ক। কিন্তু এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাওয়ারও ব্যবস্থা নেই। জাহাজ, ট্রলারসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ। এখানকার প্রশাসনদের সঙ্গেও আলাপ হয়েছে। দেখি আজ রাতটা, এরপর আমরা সিদ্ধান্ত নেবো। অবস্থা একটু ভালো’র দিকে গেলে শুটিং শেষ করে তবেই ঢাকায় ফিরবো।

‘হাওয়া’ চলচ্চিত্রে মূল তারকাদের মধ্যে আছে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও নাজিফা তুষিসহ আরো অনেকে। তারা সকলেই এখন সেন্টমার্টিন দ্বীপের একটি হোটেলে অবস্থান করছেন। মূলত সমুদ্র পাড়ের মানুষ প্রধান উপজীব্য হলেও সমুদ্রের গল্পে এটি লিখেছেন নির্মাতা নিজেই। ‘হাওয়া’ প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
একপাক্ষিক আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত Jan 05, 2026
img

জকসু নির্বাচন

৬ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন Jan 05, 2026
img
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন Jan 05, 2026
img
১৪৪ জনের মধ্যে ৮ জন জুলাইযোদ্ধার পরিচয় শনাক্ত: সিআইডি Jan 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক : সিইসি Jan 05, 2026
img
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান পৃথিবীর শান্তির জন্য: ট্রাম্প Jan 05, 2026
img
সেঞ্চুরিতে পন্টিংয়ের রেকর্ড ছুঁলেন জো রুট Jan 05, 2026
img
শুটিং করতে শ্রীলঙ্কায় সিয়াম, থাকবেন সুস্মিতাও Jan 05, 2026
img
চট্টগ্রাম-৬ আসনে গিয়াস কাদের চৌধুরীর সম্পদের তুলনায় ঋণ ২৬ গুণ বেশি Jan 05, 2026
img
হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন Jan 05, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে যুবকদের সচেতনতা বৃদ্ধিতে গম্ভীরা গানের আসর Jan 05, 2026
img
ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা হবে : ট্রাম্প Jan 05, 2026
img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতা শহীদ হওয়া এলাকার ওসিদের বিরুদ্ধে মামলা করা হবে Jan 05, 2026
img
ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার গেজেট রায় অপরিবর্তিত Jan 05, 2026
img
মাদুরোর বিদায়ের পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বিরোধী নেতার Jan 05, 2026
img
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন Jan 05, 2026
img
ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের মন্তব্যের ব্যাখ্যা চায় যুক্তরাজ্য Jan 05, 2026
img
রাজধানীতে স্বাভাবিকের চেয়ে সামান্য তাপমাত্রা বৃদ্ধি Jan 05, 2026
img
ঘন কুয়াশা ও শীতে কাঁপছে কুড়িগ্রাম Jan 05, 2026
img
জায়ান্টদের জন্য পয়েন্ট হারানোর রাত Jan 05, 2026