৩৬ বছর পরও আজও চলচ্চিত্রে নানা শাহ, জানালেন কারণ?

দর্শকপ্রিয় অভিনেতা নানা শাহ
দর্শকপ্রিয় অভিনেতা নানা শাহ। অভিনয়ে প্রায় ৩৬ বছর (৩ যুগ) পার করলেন তিনি। এই সময়ে রূপালি পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন নানা শাহ। মূলত একজন খল-অভিনেতা হিসেবেই তিনি অনেক পরিচিত।
প্রয়াত শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলেন নানা শাহ। এর আগে ১৯৮২ সালে প্রয়াত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘মাটি ও মানুষ’ সিনেমায় নায়কের ভূমিকাতেও অভিনয় করেছেন তিনি। এরপর তিনি নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় ‘রাজা মিস্ত্রী’ সিনেমায় অভিনয় করেন।
এরপর অবশ্য অভিনয় থেকে অনেকটা সময় দূরে ছিলেন নানা শাহ। পরে প্রয়াত হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘প্রেমের কসম’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে আবারও ফিরেন অভিনয় জগতে। এরপর ‘বাজিগর’, ‘পৃথিবী আমারে চায় না’, ‘অধিকার চাই’, ‘তুমি আমার ভালোবাসা’সহ আরো বেশকিছু সিনেমা অভিনয় করেছেন তিনি।
অভিনয় ক্যারিয়ারে ৩৬ বছর পার করা প্রসঙ্গে নানা শাহ বাংলাদেশ টাইমস প্রতিবেদককে বলেন, ‘আমার বাবা শাহে আলম অভিনেতা ছিলেন। নানা শারফাস খানও ছিলেন মুম্বাইয়ের অভিনেতা। সেই ধারাবাহিকতায় আমার রক্তেও অভিনয় মিশে গেছে। অভিনয়কে ভালোবেসেই এই দুনিয়ায় আছি আজও। এখনো ভালোবেসে অভিনয় করে যাচ্ছি। আরও একটি কারণ আছে, সেটা হলো, অভিনয়ের কারণে দর্শকের ভালোবাসা পেয়ে যাচ্ছি নিয়মিত। দর্শকের ভালোবাসার মাঝেই বাঁচতে চাই।'
টাইমস/জেকে/এসআই