হালের আলোচিত নায়িকা পূজা চেরি। এই বয়সে বেশ বেছে বেছে কাজ করছেন তিনি। এর আগে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি ‘পোড়ামন টু’ ও ‘দহন’ যারা দেখেছেন, তারা অনায়াসে স্বীকার করবেন, এই বয়সে কতটা নিখুঁত অভিনয় করছেন পূজা।
এদিকে সোমবার প্রকাশিত হয়েছে পূজা চেরির সম্প্রতি অভিনীত ‘জ্বীন’ সিনেমার নতুন আরও একটি অফিসিয়াল পোস্টার। যে পোস্টারটি দেখে চমকে যাননি এমন দর্শক কমই পাওয়া যাবে। কারণ, পোস্টারটিতে স্পষ্ট বুঝা যাচ্ছে, যে অভিনেত্রীকে (পূজা) এতদিন সবাই অনেক ভালোবেসেছেন, সেই পূজাই ছবিটিতে নিজের মাকে খুন করে পাশে বসে হাসছেন!
এরপর থেকে তুমুল আলোচনা পূজাকে নিয়ে। প্রকাশিত ছবিটি দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে, পূজার মায়ের লাশ পড়ে আছে, পাশে বসে অদ্ভুত ভঙ্গিতে হাসছেন তিনি। বুঝতে অসুবিধা হচ্ছে না- খুনটা পূজা নিজেই করেছেন!
আরও জানা গেছে, ছোটবেলায় পূজার বাবা মারা যাওয়ার পর থেকে মা তাকে পরম আদরে বড় করেছেন। কিন্তু বড় হয়ে সেই মাকে কিনা পূজা খুন করেছেন?
পাঠক বেশ অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছু নেই। গল্পের প্রয়োজনে ‘জ্বীন’ সিনেমায় ভূত সেজেছেন পূজা। আর সেই ভূত হয়ে মাকে মেরে হাসছেন তিনি।
এদিকে জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল (সোমবার) রহস্যময় পোস্টারটি প্রকাশ করে জানানো হয়, ‘প্রকাশিত হলো ‘জ্বীন’ চলচ্চিত্রের তৃতীয় পোস্টার। ‘উত্তর জানার জন্য দেখতে হবে জাজ মাল্টিমিডিয়ার আপকামিং হরর মুভি ‘জ্বীন’।
উল্লেখ্য, পূজা অভিনীত ভৌতিক গল্প নিয়ে নির্মিত ‘জ্বীন’ সিনেমা পরিচালনা করেছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে পূজা ছাড়াও অভিনয় করেছেন সজল, রোশান ও মুনসহ আরো অনেকে।
টাইমস/জেকে