উচ্ছ্বসিত ঈশিতা!

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশিতা। তবে এই পরিচয়ের বাইরেও বড় একটি পরিচিতি রয়েছে তার। এরই মধ্যে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়ে তিনি সাড়া ফেলেছেন শ্রোতাদের মাঝে। এবার ঈদেও প্রকাশিত হয়েছে তার গান। গেল উৎসবে ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান গেয়েছেন ঈশিতা। লূৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেছেন মার্সেল। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ।

গানটির সাড়া দেখে বেশ অবাক হয়েছেন ঈশিতা। বুধবার বাংলাদেশ টাইমস প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনিই জানালেন নতুন এই তথ্য।

ঈশিতা বলেন, ‘সত্যি বলতে গানটি গেয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। কখনো ভাবিনি এইভাবে এত মানুষ আমার গান শুনবে। অনেক বড় বড় সংগীতশিল্পী আছে আমাদের দেশে, তাদের মধ্যে আমার গানটি শ্রোতাদের মনে সাড়া জাগাবে, তা কল্পনাতীত। যারা এ গানের সঙ্গে জড়িত তাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে গত অক্টোবর মাসেও ঈশিতা ‘তোমার জানালায়’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইবরার টিপু। প্রায় ১৬ বছর পর ‘তোমার জানালায়’ গানের মধ্য দিয়ে তিনি সংগীতে ফেরেন। তবে এবার থেকে এই ভুবনে নিয়মিত হবেন বলেও জানান ঈশিতা।

এবার ঈদে কী শুধু এই একটি গানই গেয়েছেন? এমন প্রশ্নের জবাবে ঈশিতা বলেন, ‘ভালো  থেকো ফুল’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। এর বাইরে আর কোনো কাজ এই ঈদে করা হয়নি। কারণ আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা ও ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকি। তাই সময় হয়ে উঠে না। এছাড়াও আমাকে এখন বেশ সময় দিতে হয় পরিবারকে। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি।’

 

টাইমস/জেকে/এসআই

Share this news on: