অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সভাপতি আনিশা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বদানকারী সংগঠন অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদ্ভোত আনিশা ফারুক। অক্সফোর্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশদ্ভোত হিসেবে সভাপতি নির্বাচিত হলেন তিনি।

তিন দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের চূড়ান্ত পর্বে ১৫২৯ ভোট পান আনিশা ফারুক। তিনি সর্বমোট ৪৭৯২ ভোটে জয়ী হন।

আনিশার বাবার নাম ফারুক আহমেদ। তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

উল্লেখ্য, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নীতি নির্ধারন ও  দাবী দাওয়া নিয়েই কাজ করেনা, পাশাপাশি জাতীয়  শিক্ষা কারিকুলামের উচ্চ শিক্ষায়  সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রে ও কাজ করে থাকে।

 

টাইমস/এএস

Share this news on: