এবার হোয়াইট হাউসে করোনাভাইরাস

করোনাভাইরাসে টালমাটাল গোটা পৃথিবী। বিশ্বের রথি-মহারথিরা আজ করোনাভাইরাস আতঙ্কে যবুথবু। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এ ভাইরাসের উৎপত্তি হলেও এখন তা মার্কিন মুলুকের হোয়াইট হাউসেও পৌঁছে গেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কার্যালয় ও বাসভবনেও এ ভাইরাস হানা দিয়েছে। সম্প্রতি হোয়াইট হাউসের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৭৭৪ জন কোভিড-১৯ পজিটিভ। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭৫ জন মারা গেছেন।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দপ্তরের ওই কর্মীর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি শুক্রবার নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মাইক পেন্সের মুখপাত্র কেটি মিলার।

কেটি মিলার এক বিবৃতিতে দাবি করেছেন, ওই কর্মী আক্রান্ত হলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সংস্পর্শে আসার সুযোগ পাননি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: