ইতালিতে প্রতি দুই মিনিটে একজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাস চীনে প্রথম ছড়ালেও মারাত্মক হয়ে দেখা দিয়েছে ইতালিতে। ইউরোপের এ দেশটিতে প্রতি দুই মিনিটে একজন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা যাচ্ছেন। প্রতিদিনই ইতালি তার দৈনিক সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভাঙছে। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি।

২১ মার্চ ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৭৯৩ জন মারা গেছেন। যা ২০ মার্চে দেশটিতে মারা যাওয়া ৭২৬ জনের একদিনের সর্বোচ্চ সংখ্যাকেও ছাড়িয়ে যায়।

দেশটিতে গড়ে প্রতিঘণ্টায় ৩৩ জন মারা যাচ্ছেন। যা প্রতি দুই মিনিটে একজনেরও বেশি। ইতালির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার পর্যন্ত সর্বমোট ৫৩ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: