লাদাখ সীমান্তে এখনো দাপিয়ে বেড়াচ্ছে চীনা সেনা

লাদাখে ভারত-চীন সীমান্তে উত্তেজনা চলছে মাস দুয়েক। তবে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের নির্যাতনে ভারতীয় ২৩ সেনা নিহতের ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দফায় দফায় দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক ভাবে সমঝোতার চেষ্টা চলে। আলোচনার ফলস্বরুপ উভয় দেশই সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে সম্মত হয়।

কিন্তু এখন পর্যন্ত লাদাখ, প্যাংগং লেক ও গালওয়ান উপত্যকায় দাপিয়ে বেড়াচ্ছে চীনা সেনাবহর। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এমনই খবর এসেছে। এছাড়া ভারতও সীমান্তে সেনা জমায়েত বাড়ানোর কাজ অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, ভারত ও চীনের কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠকের পরে সংঘাত থামলেও চীনা সেনারা পিছু হটেনি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তাবে চীন সম্মত হলেও কার্যত তারা এখনো সেনা সরিয়ে নেয়নি।

এই বিষয়টি ভারত ও চীনের পররাষ্ট্র বিভাগ থেকেও একরকম নিশ্চিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সম্প্রতি দাবি করা হয়েছে, কমান্ডার স্তরের বৈঠকে গৃহিত সিদ্ধান্ত কার্যকরে উদ্যোগী হোক চীন।

তার মানে, ভারতের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এটা স্পষ্ট যে, চীন এখনো কমান্ডার স্তরের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেনি।

এদিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইংরেজি গণমাধ্যমে বলা হয়েছে, ভারত-চীন সীমান্তে দুই দেশের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পর্যায়েও জোর আলোচনা চলছে। এসব আলোচনা বেশ ফলপ্রস্যূও হয়েছে। কিন্তু চীন তলে তলে ঠিকই সীমান্তে তাদের অবস্থান ধরে রেখেছে। এতে নতুন করে ভারত-চীন সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সূত্রের বরাতে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-চীনের সামরিক বাহিনীর মধ্যে আরও এক দফা আলোচনা হবে। আগামী সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে কমান্ডার স্তরে ওই আলোচনা হতে পারে। এর আগে গত ১৪ জুলাই দুই দেশের মধ্যে কমান্ডার স্তরের শেষ বৈঠক হয়েছিল।

কিন্তু সেই বৈঠকের সিদ্ধান্ত ছিল, উভয় দেশ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেবে। কিন্তু চীন বৈঠকের সিদ্ধান্ত এখন পর্যন্ত কার্যকর করেনি। বরং চীন লাদাখের গোগরা, হটস্প্রিং, প্যাংগং লেক এবং ডেপস্যাংয়ের সমতল এলাকায় সেনা উপস্থিতি বাড়িয়েছে।

বিষয়টি জানতে পেরে ভারতের তরফে বলা হয়েছে, সংঘাত নিরসনে যে পদক্ষেপগুলো নেয়া দরকার চীন তার কোনোটিই নেয়নি। তারা পরিস্থিতিকে উস্কে দিতে চাইছে। যতক্ষন না চীন ইতিবাচক মনোভাব দেখাবে, ততক্ষন সীমান্তে উত্তেজনা থাকবে।

তবে চীনের পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, ভবিষ্যতে যেকোনো বৈঠক অথবা কমান্ডার স্তরের আলোচনার মধ্যে দিয়েই পরস্পরকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। সীমান্ত ইস্যূতে পরস্পরের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে।

তবে চীনের এই মন্তব্যকে ভালো ভাবে নিতে নারাজ ভারত। ভারতের বিশ্লেষকদের দাবি, চীন সীমান্তে নিজের করণীয় পালন না করে, শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। যা শান্তি প্রতিষ্ঠায় প্রথম বাধা।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ময়মনসিংহ-৭ আসনের সেই ভিক্ষুক মুনসুরের মনোনয়ন বাতিল Jan 04, 2026
img
বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষস্থান হারিয়েছে টেসলা Jan 04, 2026
img
বেগম জিয়া কখনো বিদেশের রাজনীতি করেননি: ড. মোর্শেদ Jan 04, 2026
img
অমিতাভ রাতে ঘুমোতে যাওয়ার আগে কিছু লিখতেন এবং সকালে প্রার্থনা করতেন : রঞ্জিত Jan 04, 2026
img
চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২ Jan 04, 2026
img
গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত : কবীর ভূঁইয়া Jan 04, 2026
img
ক্রাউড ফান্ডিংয়ের টাকা যারা চাইবেন, তাদের ফেরত দেওয়া হবে : তাসনিম জারা Jan 04, 2026
img
মাজার জিয়ারত করতে দুপুরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল Jan 04, 2026
img
নব্বই দশকের ৩ গানের আমেজে ফাহমিদা নবী Jan 04, 2026
img
শীতে আঙুর পুষ্টি ও রোগ প্রতিরোধে সহায়ক Jan 04, 2026
img
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ Jan 04, 2026
img
ভেনেজুয়েলার তেল শিল্পে 'অত্যন্ত সক্রিয়ভাবে' যুক্ত হবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Jan 04, 2026
img
আজ ৩ বিষয় নিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি Jan 04, 2026
img
সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় নৌবাহিনীর হাতে আটক ২৭৩ Jan 04, 2026
img
তীব্র শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে Jan 04, 2026
img
ঘন কুয়াশায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ Jan 04, 2026
img
১২ বছর পর পূর্ণ হল তথাগতর স্বপ্ন, সৃজিতের নতুন ছবিতে অভিনেতা Jan 04, 2026
img
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত Jan 04, 2026
img
আইপিএল লোগোর ক্রিকেটার কি সত্যিই মাশরাফি? Jan 04, 2026
img
জামিন পেলেন হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান Jan 04, 2026