ফেইসবুকে মোদিকে কটূক্তি, সাংবাদিকের দণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিংকে নিয়ে কটূক্তি করায় মণিপুরের এক সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা আইনের (নাসা) ধারায় সাংবাদিক কেশরচন্দ্র ওয়াংথেমকে এই শাস্তি দিয়েছে মণিপুরের সরকার।

কেশরচন্দ্র ওয়াংথেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ফেইসবুক অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিংকে নিয়ে কটূক্তি করেন। এই অভিযোগে ২৭ নভেম্বর মণিপুর পুলিশ ওয়াংথেমকে গ্রেফতার করে।

শনিবার নাসার উপদেষ্টা কমিটির সুপারিশ মেনে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে  কঠোর সিদ্ধান্ত নিল মণিপুর সরকার।

ওয়াংথামের গ্রেফতারের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে সর্বভারতীয় সাংবাদিক সংস্থা।

নাসার কার্যকরী সমিতির সদস্য প্রণব সরকার বলেন, সাংবাদিক গ্রেপ্তার অবশ্যই দুর্ভাগ্যজনক। তবে মনে রাখতে হবে, সাংবাদিকেরাও আইনের ঊর্ধ্বে নন।

 

টাইমস/এইচইউ

Share this news on: