রংপুরে বেড়েছে শীতের তীব্রতা, নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু

রংপুর অঞ্চলে আবারও বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীতের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত দুই শিশু মারা গেছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি, সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস ।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

তিনি জানান, সকাল থেকে এ অঞ্চলে সূর্যের মুখ দেখা য্য়ানি। এ অবস্থা আরও ২/৩ দিন থাকতে পারে।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে বিভাগীয় নগরী রংপুরে সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি ছিল খুবই কম। প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে তেমন একটা বের হচ্ছেন না। বড় বড় শপিংমল এবং মার্কেটগুলোতে ব্যবসায়ীদের খদ্দেরের অভাবে অলস সময় কাটাচ্ছে।

এদিকে শীতের কারণে রংপুরে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া , শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. শাহাদত হোসেন জানান, শীতের তীব্রতা বেশি হওয়ায় বিভিন্ন রোগ দেখা দিয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: