ভোলায় দুইদিন পর অপহৃত দুই জেলে উদ্ধার, দস্যু আটক  

ভোলার মেঘনায় অপহরণের দুইদিন পর ২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া জেলেরা হলেন- লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীহাট এলাকার মনির ও করিম।

সোমবার রাতে মেঘনার ভোলার চর নামক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় এক দস্যুকে আটক করা হয়েছে। আটক দস্যুর নাম সাজু। সে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড জানিয়েছে, গত শনিবার মেঘনার বঙ্গের চর পয়েন্টে মাছ ধরার সময় একদল দস্যু দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহৃতদের উদ্ধারে মুক্তিপণ দাবি করে তারা। খবর পেয়ে সোমবার কোস্টগার্ডের একটি দল ইলিশা পয়েন্ট থেকে দস্যু সাজুকে আটক করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদের পর অপহৃত জেলেদের উদ্ধারে অভিযানে নামলে দস্যুরা পালিয়ে যায়। পরে দস্যুদের আস্তানা থেকে দুই জেলেকে উদ্ধার করা হয়। তাদের চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগের সদস্য দেলোয়ার হোসেন বলেন, আটক দস্যুকে মঙ্গলবার ভোলা থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: