আগ্রাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, ঢাকায় স্থানান্তর

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে আগ্রাবাদের মোগলটুলি এলাকার আর.বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সদরঘাট থানাধীন কমার্স কলেজ রোডের কাটা বট গাছ এলাকার মৃত আমির হোসেন ভূইয়ার ছেলে শাহাদাত ভূঁইয়া (৫৫), চৌমুহনীর মতিয়ার পুল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মিজান (৩৮) এবং কাটা বটগাছ এলাকার জমির উদ্দিন লেনের মৃত আব্দুল হাইয়ের ছেলে গোলাম মাওলা (৫০)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সিলিন্ডারের সঙ্গে থাকা পাইপ সেখানে পাওয়া গেলেও কোনো সিলিন্ডার পাওয়া যায়নি। তাদের আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধ শাহাদাত ভূঁইয়ার চাচাতো ভাই ফারুক ভূঁইয়া বলেন, ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে গোলাম মাওলার অবস্থা আশঙ্কাজনক। অন্য দু’জনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: