দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জিংলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- বাসের যাত্রী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. শফিকুল ইসলাম (৩১), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাঁঠালতলি গ্রামের রমজান মিয়া (৪০) ও পথচারী কুমিল্লার দাউদকান্দি উপজেলার সান্দ্রা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শহীদ মোল্লা (৬১)।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের বাসটিতে চড়ে কক্সবাজার বেরিয়ে এসে একদল ঢাকায় ফিরছিল। পিকনিক শেষ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটি বেপরোয়া গতিতে চলছিল। জিংলাতলী এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বাস চাপাপড়া পথচারী ও চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দাউদকান্দি ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পথচারী ও দুই বাসযাত্রীর মৃত্যু ঘটে।

 

 

টাইমস/এইচইউ

 

Share this news on: