করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক সিনিয়র স্টাফ নার্স মারা গেছেন। তার নাম শেফালী দাস (৫৪)।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন এবিএম মসিউল আলম।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, শেফালী দাস চলতি মাসের শুরুর দিকে করোনা পজিটিভ হন। এর পর থেকে তিনি শহরের আমলাপাড়া এলাকায় নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। ১৩ মে তার নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা নেগেটিভ হন। দ্বিতীয় দফায় আরেকবার তার নমুনা পরীক্ষার কথা ছিল।
তিনি আরও বলেন, শেফালী দাসের নমুনা আবার পরীক্ষা করা হবে। মৃত্যুর আগে তার শ্বাসকষ্ট হলে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
সিভিল সার্জন বলেন, এ নিয়ে ময়মনসিংহে ৬ জন করোনা রোগী মারা গেলেন। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন এবং তাদের মধ্যে ১৭৭ জনই স্বাস্থ্যকর্মী।
টাইমস/এইচইউ