বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর জিরো লাইনের কাছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে এ দুঃখ প্রকাশ করে বিএসএফ।
বৈঠকে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রংপুর ৬১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শরীফ।
অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের কোচবিহার ১৪৮ বিএসএফ কমান্ডার বানাম্বার শাউ।
ওই বৈঠকের মাধ্যমে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেয়া হয়।
গতকাল শুক্রবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় চোরকারবারিদের ধাওয়া করতে গিয়ে বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের একটি বাড়িতে বিএসএফের দুই সদস্য হামলা করে বলে অভিযোগ উঠে।
পরে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে বিএসএফের এক সদস্য অস্ত্র (রাইফেল) ও ওয়াকিটকি এবং অপর সদস্য ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরেই সীমান্তের ওপারে বিপুলসংখ্যক বিএসএফের উপস্থিতি দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও সতর্ক অবস্থান নেয়। সে কারণে শনিবার পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী।
রংপুর ৬১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শরীফ বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ কমান্ডার দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়া তাদের ফেলে যাওয়া একটি অস্ত্র (রাইফেল) ও ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
টাইমস/এক্স