ঢাবি ছাত্রী হত্যা, পালিয়েও রক্ষা পেলেন না স্বামী-শ্বশুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান আসামি স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। নাটোর জেলা পুলিশের বিশেষ অভিযানে রাজশাহীর বাঘা থেকে মোস্তাককে এবং বগুড়ার নন্দিগ্রাম থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার জানান, ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশ নাটোর শহরের হরিশপুর এলাকার বাড়ি থেকে শাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জাকিয়া ইয়াসমিন জুথিকে গ্রেফতার করে। তখন থেকে পলাতক ছিলেন সুমাইয়ার স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশের ৮টি ইউনিট কাজ করে বলে জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়ার লাশ ২২ জুন হাসপাতালে রেখে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন। পরে অভিযোগে মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা।

 

টাইমস/জেকে

Share this news on: