দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। অনেকেই করোনার উপসর্গ নিয়েও মারা যাচ্ছেন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৬৯৫ জন মারা গেছেন।
শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করে দেশে নতুন করে ৩ হাজার ৫০৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১ হাজার ১৮৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৪ হাজার ৩১৮ জন।
টাইমস/এসএন