করোনা: নারায়ণগঞ্জে আক্রান্ত ছাড়াল ৫ হাজার, মৃত্যু ১১৩

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৫ হাজার ২১ জন।

রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী তিনজনের মধ্যে রূপগঞ্জের দুই জন ও সিটি কর্পোরেশন এলাকার ১ জন। রূপগঞ্জে মৃত্যুবরণ করেছেন এক নারী (৬৫) ও এক পুরুষ (৫৫)। নাসিক এলাকায় মারা গেছেন ২৬ বছরের এক তরুণী।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করো আরো তিনজন মারা গেছেন। এতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৩ জন।

এদের মধ্যে মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬১ জন এবং মোট আক্রান্ত ১ হাজার ৭৫৮ জন, সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও মোট আক্রান্ত ১ হাজার ১৯৪ জন, বন্দরে আক্রান্তের সংখ্যা ১৭২ ও মারা গেছেন ৩ জন, আড়াইহাজারে আক্রান্ত ৪৬৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৪৪৪ জন ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ৯৮৫ জন।

জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৯৬৫ জন, সদর উপজেলার ৭৫৯ জন, রূপগঞ্জের ১৯২ জন ও আড়াইহাজারের ৩১৫ জন, বন্দরের ৬৬ ও সোনারগাঁয়ের ১৭৪ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: