পালানোর সময় কুকুরের কাছে যেভাবে ধরা পড়েন সাহেদ!

করোনাভাইরাসের ভুয়া টেস্ট রিপোর্ট দেয়াসহ বিভিন্ন অভিযোগে কয়েকদিন ধরেই বেশ আলোচনায় সাহেদ ওরফে সাহেদ করিম। তিনি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের মালিক। তার বিরুদ্ধে অভিযোগ আসার পর থেকেই পলাতক ছিলেন সাহেদ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল। অবশেষে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জানা গেছে, সাহেদ বোরকা পড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এজন্য সে বুধবার ভোর রাতে সাতক্ষীরার দেবহাটার কোমরপুর এলাকার বেইলি ব্রিজের নিচ দিয়ে নৌকায় লবঙ্গ নদী পাড়ি দেওয়ার প্রস্ততি নিচ্ছিলো। ঠিক তখনি সাহেদের পথের কাটা হয়ে দাঁড়ায় কয়েকটি কুকুর। একজন অচেনা মানুষকে দেখে স্থানীয় শাখরা বাজারের কয়েকটি কুকুর তার পিছু নিয়ে ঘেউ ঘেউ করতে থাকে। এতে অনেকটা বিচলিত হয়ে পড়েন সাহেদ।

এদিকে র‌্যাব সদস্যরা আগে থেকেই সাহেদকে নজরদারিতে রেখে ছিলেন। কুকুর পিছু নেওয়ায় র‌্যাব সদস্যদের সন্দেহ তার ওপর আরও দানা বাধে। র‌্যাব সদস্যরা সাহেদকে চ্যালেঞ্জ করেন এবং পরে গ্রেপ্তার করে।

স্থুল সাহেদদের বুদ্ধি স্থুল নয়!

নৌকায় উঠেই ধরা খেলেন সাহেদ!

পিস্তলসহ প্রতারক সাহেদ গ্রেফতার

 

টাইমস/এইচইউ

Share this news on: