শ্রীপুরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে ফের ধর্ষণের শিকার পোশাক শ্রমিক

স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন এক নারী। কর্মস্থলে আসা-যাওয়ার পথে স্থানীয় পিকআপ চালক পারভেজের সঙ্গে প্রথমে পরিচয় এবং পরে তা প্রণয়ে পরিণত হয়। গত ১৮ জুলাই বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন পারভেজ। পরে তাকে রেখে পারভেজ পালিয়ে যান। এ ঘটনার পরেরদিন রাতে ওই নারী পিকআপ মালিক স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিন পারভেজের বাড়িতে যান বিচার নিয়ে। তিনি ঘটনার বিস্তারিত ওই ইউপি সদস্যকে জানান। ঘটনা শুনে পারভেজের বিচার ও তার সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাসে ওই নারীকে মোটরসাইকেলে তুলে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে গজারি বনের ভেতরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যান ইউপি সদস্য কলিম উদ্দিন। সেখানে ওই নারীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন কলিম উদ্দিন।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে। এ ঘটনায় শনিবার দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে এমনই অভিযোগ করেছেন ওই নারী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান।

মামলায় অভিযুক্তরা হলেন- কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে কলিম উদ্দিন (৪০), পিকআপ চালক পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, ইউপি সদস্য কলিম উদ্দিন ধর্ষণ শেষে তাকে ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন এবং ঘটনাটি কাউকে জানালে তাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন ওই ইউপি সদস্য।

পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে শনিবার দুপুরে পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024