যক্ষ্মায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭ ব্যাচের (২০১৭-১৮ সেশন) জান্নাতুল কানন বৃষ্টি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ওই শিক্ষার্থীর ভাই মারুফ সিদ্দিকী।

মারুফ সিদ্দিকী বলেন, বৃষ্টি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছিল। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোন ডাক্তারই তার রোগ নির্ণয় করতে পারেনি। এর কারণে আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারিনি। কদিন আগে জানতে পারি তার যক্ষ্মা হয়েছে। সকালে বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। আমরা প্রথমে তাকে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার আরো অবনতি হলে ডাক্তার রাজশাহী মেডিকেলে ট্রান্সফার করে। রাজশাহী নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on: