রাজশাহীতে সম্পত্তির বিরোধে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করল ছেলে

রাজশাহীর মোহনপুর উপজেলায় পানের বরজ নিয়ে বিরোধের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আজিমুদ্দীন মোল্লা (৫০)। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে হলেন রাকিবুল (২৪)। নিহত আজিমুদ্দীনের দুই স্ত্রী। রাকিব তার বড় স্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিমুদ্দীন দ্বিতীয় বিয়ে করার পর জমিজমা ভাগাভাগি নিয়ে রাকিবের সঙ্গে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বাবার পানের বরজ দখলে নিচ্ছিলেন রাকিবুল। এ সময় আজিম উদ্দিন বাধা দিলে রাকিবুলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিবুল বাবাকে ছুরিকাঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজিমুদ্দীনের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে রাকিবুল পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


টাইমস/এইচইউ

Share this news on: