সীমান্তে মিয়ানমারের স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা বাসিন্দা এমদাদ হোসেনের দুই ছেলে জাবের ও মো. হোসেন সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকায় যায়। এসময় মিয়ানমার সীমান্তের মেইন পিলার নং ৪০ এর কাছাকাছি পৌঁছামাত্র মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে জাবের (১৪) নিহত হয়।

ঘটনার পর জাবেরের সঙ্গে থাকা তার ভাই মো. হোসেন কুতুপালং ক্যাম্পে ফিরে সবাইকে ঘটনাটি বলে। পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গারা সেদেশে নির্যাতনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশের উখিয়ার কুতুপালং এলাকায় আশ্রয় নেয়। এরপর রোহিঙ্গারা যেন আর নিজ দেশে ফিরে যেতে না পারে সেজন্য সীমান্তে স্থলমাইন পুঁতে রাখে মিয়ানমার বাহিনী।

 

টাইমস/এসএন

Share this news on: