মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নামছে প্রশাসন

করোনা মহামারীর মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও তা মানছেন না কেউ। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও মানুষের মধ্যে দায়সারা ভাব দেখা গেছে। এ অবস্থায় ঢাকায় বেড়ে গেছে করোনার সংক্রমণ। তাই মাস্ক পরা নিশ্চিত করতে এবার কঠোর হচ্ছে প্রশাসন। স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবার মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, সবার মাস্ক পরা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। কোভিড-১৯ নিয়ে আরেকটুর শক্ত অবস্থানে যেতে চাচ্ছে সরকার। তা না হলে আসন্ন শীতে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, আমরা রোববার (১৫ নভেম্বর) বলে দিয়েছি, যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত আরও কঠোর অবস্থানে যায়। কারণ, মাস্ক পরা নিশ্চিতে এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

আগামী দু-তিন দিনের মধ্যেই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় সংক্রমণ থেকে রক্ষা পেতে ও অন্যকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on: