প্রস্তুতি সম্পন্ন : চলতি মাসেই ভ্যাকসিন আসছে দেশে

অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমোদন পাওয়ায় বাংলাদেশের করোনার ভ্য়াকসিন পাওয়ার পথ আরও সুগম হল। চলতি মাসেই ভ্যাকসিন হাতে পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভারত অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দেয়ায় সংকট কেটে গেছে। ভ্যাকসিন হাতে পেলে স্বল্প সময়ের ব্যবধানে অগ্রাধিকার ভিত্তিতে তা মানুষের ওপর প্রয়োগ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, টিকা সংরক্ষণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ, ভ্যাকসিন প্রয়োগ থেকে শুরু করে ভ্যাকসিন প্রদানের কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের বিষয়টিও এগিয়ে নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্ততরের এই মুখপাত্র আরও বলেন, ভ্যাকসিন প্রয়োগের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, তা নেয়া হয়েছে। স্বাস্থকর্মীদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে।

এদিকে টিকা সংরক্ষণ থেকে প্রয়োগ প্রতিটি ধাপেই কঠিনভাবে আধুনিক নিয়মকানুন মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

প্রতি লটে ৫০ লাখ করে সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশের বেক্সিমকো।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ